সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

গোপালগ‌ঞ্জের কা‌শিয়ানী‌তে ট্রা‌কের চাপায় সোহানুর রহমান না‌মে এক পু‌লিশ সদস্য নিহত হ‌য়ে‌ছেন। এ ঘটনায় নাজমুল হো‌সেন না‌মে অপর এক পু‌লিশ সদস্য আহত হ‌য়ে‌ছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়‌কের ঘোনাপাড়া হাইওয়ে পুলিশ ক্যাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।

হতাহত ব্যক্তিরা কা‌শিয়ানী উপ‌জেলার ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ক্যাম্পের সদস্য। ওই দুই পু‌লিশ সদস্য মোটরসাইকেলে করে রাতে দায়িত্ব পালন করছি‌লেন।

কা‌শিয়ানী থানার উপপ‌রিদর্শক (এসআই) স‌জিব মণ্ডল বলেন, ভা‌টিয়াপাড়া হাইও‌য়ে পু‌লিশ ক্যা‌ম্পের ওই দুই সদস্য রাতে টহ‌লে নি‌য়ো‌জিত ছি‌লেন। মহাসড়কের ঘোনাপাড়া এলাকায় দ্রুতগামী ট্রাক তাঁদের চাপা দেয়। প‌রে স্থানীয় ব্যক্তিরা তাঁদের উদ্ধার ক‌রে কা‌শিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প‌রে তাঁদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবি‌শিষ্ট জেনা‌রেল হাসপাতা‌লে পাঠা‌লে কর্তব্যরত চি‌কিৎসক সোহানুর রহমানকে মৃত ঘোষণা ক‌রেন। গুরুতর আহত নাজমুল হো‌সেন‌কে গোপালগঞ্জ সদর হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।