গোলাপগঞ্জে শহীদ দিবসে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ

অতিথিদের ছবি তোলার সময় শহীদ মিনারের বেদির নিচের উদ্বোধনী ফলক জাতীয় পতাকা দিয়ে ঢেকে রাখা ছিল
ছ‌বি: সংগৃহীত

সিলেটের গোলাপগঞ্জে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারে আন্তর্জাতিক ভাষা দিবসের দিন জাতীয় পতাকা অবমাননা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই শিক্ষাপ্রতিষ্ঠানের নাম কালীদাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটি গোলাপগঞ্জ সদর ইউনিয়নের রানাপিং বাজারে অবস্থিত।

এ ঘটনায় মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় ব্যক্তিরা বলেন, সোমবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ওই প্রাথমিক বিদ্যালয়ে নতুন নির্মিত শহীদ মিনারের উদ্বোধন করা হয়। এতে অংশ নেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের জেলা ও স্থানীয় নেতা-কর্মীরা। অনুষ্ঠানে শহীদ মিনারের বেদিতে উঠে ফটোসেশন করেন অতিথিরা। এ সময় বেদির নিচের উদ্বোধনী ফলক জাতীয় পতাকা দিয়ে ঢেকে রাখা ছিল।

ফটোসেশনে উপস্থিত ছিলেন সিলেটের বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা আহবাবুর রহমান খান, গোলাপগঞ্জ সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য কাশিমী জসিম, কালীদাসপাড়া উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, স্কুলটির প্রতিষ্ঠাতা আখতার মিয়া, ওই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ নেতা অজিউর রহমান, ব্যবসায়ী আবদুল কুদ্দুস, অলিউর রহমান ও ছাত্রলীগের নেতা দ্বীপ।

এ ঘটনার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। এ বিষয়ে কথা বলতে কালীদাসপাড়া উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান আহবাবুর রহমান খান এবং ওই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন নাহারের মুঠোফোন নম্বরে কল করা হলেও তাঁরা রিসিভ করেননি।

ওই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের নেতা অজিউর রহমান বলেন, তাঁরা পতাকাটি খেয়াল করেননি। দেখার সঙ্গে সঙ্গে সেটি সরিয়ে নেওয়া হয়।

গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম কবির বলেন, এ বিষয়ে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।