জাতীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়নে বিভাগীয় পর্যায়ে ঢাকা বিভাগের পরামর্শ সভা হয়েছে। গতকাল বৃহস্পতিবার গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভার আয়োজন করা হয়।
পরামর্শ সভায় প্রধান অতিথি ছিলেন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও জাতীয় প্রকল্প পরিচালক মিজানুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অমল কৃষ্ণ মণ্ডল ও পরিবেশ অধিদপ্তরের যুগ্ম সচিব সৈয়দা মাসুমা খানম।
জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ লুৎফার রহমান, পৌরসভার মেয়র কাজী লিয়াকত আলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী দীপক চন্দ্র তালুকদার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক অরবিন্দু কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুর রহমান প্রমুখ।
সভায় জলবায়ু পরিবর্তনের কারণে উজানের পানিপ্রবাহ কমে যাওয়া, সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গোপালগঞ্জের লোকালয়ের খাল, বিল বা জলাশয়ে লবণপানি ঢুকে জীববৈচিত্র্য ধ্বংস ও কৃষিতে ব্যাপক ক্ষতির কথা আলোচনা করা হয়। সেই সঙ্গে প্রতিকার কী হওয়া উচিত, সেসব বিষয়ে পরামর্শ দেওয়া হয়। সভায় সামাজিক, রাজনৈতিক, জনপ্রতিনিধি, সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধান ও গোপালগঞ্জে কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।