গোমতীর চরে আলুর ভালো ফলন, দাম নিয়ে শঙ্কা কৃষকের
দূর থেকে দেখলে মনে হয় রুপালি বালুচরে সবুজের গালিচা। যত দূর চোখ যায়, সবুজ আর সবুজ। এমন দৃশ্যের দেখা মেলে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় গোমতী নদীর চরাঞ্চল ও আশপাশের এলাকায়। আলুর চাষ হয় এখানে। গত মৌসুমে কৃষকেরা আলুর বেশ ভালো দাম পেয়েছিলেন। সেই আশা থেকেই এবার উপজেলার ১৪০ হেক্টর জমিতে আলুর আবাদ করেছেন তাঁরা। তবে আবাদের শুরুতেই বৃষ্টি হওয়ায় প্রায় ৩৫ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়। ফলনের অপেক্ষায় থাকা ১০৫ হেক্টর জমি থেকে ২ হাজার ৫৬০ মেট্রিক টন আলুর উৎপাদন হবে বলে আশা করছেন কৃষকেরা। গত বছর এই উপজেলায় ১২৮ হেক্টর জমিতে আলুর চাষ হয়েছিল।
ফলন অনেকটা ভালো হলেও কৃষকদের শঙ্কা ন্যায্য দাম নিয়ে। তাঁদের শঙ্কা, দাম কমলে মধ্যস্বত্বভোগীদের খপ্পরে পড়ে তাঁরা খরচের টাকাটাও তুলতে পারবেন না।
উপজেলার মনোহরপুর গ্রামের আলুচাষি সুলতান মিয়া প্রথম আলোকে বলেন, ‘চার বিঘা জমিতে ডায়মন্ড জাতের আলু চাষ করেছি। বিঘাপ্রতি ৬০-৭০ মণ পর্যন্ত আলু হতে পারে। জমি থেকে আলু তুলতে শ্রমিকদের মজুরি এবং উপজেলার বাইরের ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করতে না পারায়, স্থানীয় মধ্যস্বত্বভোগীদের কাছে আলু বিক্রি করতে হয় কম দামে। ফলে কৃষকের চেয়ে লাভবান হচ্ছেন মধ্যস্বত্বভোগী আলু ব্যবসায়ীরা।’
একই গ্রামের আলুচাষি ফরিদুল ইসলাম বলেন, ‘সাত বিঘা জমিতে আলু চাষ করেছি। বাজারে আলুর দরের যে অবস্থা, চিন্তায় আছি। প্রতি কেজি আলুর বর্তমান দাম ১১ টাকা। এরপর প্রতিদিনই দর কমতে থাকলে, ভালো ফলন হয়েও খরচের টাকা উঠবে না। বরং লোকসান হবে।’
উপজেলার অলুয়া গ্রামের কৃষক আইনুল হক বলেন, চাষের শুরু থেকে আলু ওঠানো পর্যন্ত বিঘাপ্রতি খরচ হয়েছে ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকা। যেসব কৃষক আগাম জাতের আলু চাষ করে প্রথম দিকেই বাজারে বিক্রি করেছেন, তাঁরা লাভবান হয়েছেন। তখন বাজারে আলুর দাম বেশি ছিল। কিন্তু দিনদিন দাম কমে যাচ্ছে। কারণ, আলুর উৎপাদন এবার ভালো হয়েছে। এখন যাঁরা আলু বিক্রি করছেন, তাঁদের খরচ উঠলেও কয়েক দিন পর যাঁরা আলু বাজারে বিক্রি করবেন, তাঁরা লোকসানে পড়বেন। তবে যাঁরা হিমাগারে রাখার জন্য আলু চাষ করেছেন, তাঁদের সমস্যা নেই।
ব্রাহ্মণপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহবুবুল হাসান প্রথম আলোকে বলেন, ‘উপজেলায় চলতি মৌসুমে ১০৫ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে এবং ভালো ফলনও হয়েছে। রোগবালাই কম। আগাম আলুতে কৃষকেরা ভালো দাম পেয়েছেন। পরবর্তী সময়ও কৃষকেরা আলুর দাম পাবেন আশা করছি।’