গৌরনদীতে ট্রাকচাপায় মোটরসাইকেল গ্যারেজের মিস্ত্রি নিহত
বরিশালের গৌরনদীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের গ্যারেজের একজন মিস্ত্রি নিহত হয়েছেন। আজ শনিবার বেলা একটার দিকে গৌরনদী বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। গৌরনদী হাইওয়ে থানা–পুলিশ লাশ উদ্ধার করে বরিশালের একটি হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় হাইওয়ে থানায় একটি মামলা করা হয়েছে।
নিহতের নাম বিক্রম ব্যাপারী (১৮)। তিনি গৌরনদী বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে চাচা জামাল হোসেন ব্যাপারীর মোটরসাইকেল গ্যারেজে মিস্ত্রি হিসেবে কাজ করতেন।
বেলা একটার দিকে গৌরনদী বাসস্ট্যান্ডের কাছে মোটরসাইকেলটিকে বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রাক চাপা দেয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, বিক্রম ব্যাপারী খাওয়ার স্যালাইন কেনার জন্য আজ দুপুরে মোটরসাইকেল নিয়ে বেরিয়েছিলেন। বেলা একটার দিকে গৌরনদী বাসস্ট্যান্ডের কাছে তাঁর মোটরসাইকেলটিকে বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রাক চাপা দেয়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই বিক্রম মারা যান।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বেলাল হোসেন এই খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গৌরনদী হাইওয়ে থানা-পুলিশ ধাওয়া করে গয়নাঘাটা সেতুর কাছ থেকে ট্রাকটি জব্দ করে। তবে চালক পালিয়ে গেছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশালের একটি হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় গৌরনদী হাইওয়ে থানার সহকারী পরিদর্শক (এসআই) মো. মাহাবুব হোসেন বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।