গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের বাইচখোলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে হুসাইন ভূইয়া ওরফে কাওছার (৩৫) ও তাঁর খালাতো ভাই মোটরসাইকেলের আরোহী কামরুল হাসান (২৪) নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার বাজিতা গ্রামের আবদুল মতিন ভূঁইয়ার ছেলে হুসাইন ভূইয়া ওরফে কাওছার ও একই উপজেলার পিপড়াখালী গ্রামের মৃত আবদুর রহমান মাস্টারের ছেলে কামরুল হাসান মঙ্গলবার ভোরে মোটরসাইকেল করে ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশে রওনা হন। সকাল ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের বাইচখোলা নামের স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই কাওছার হোসেন নিহত হন। গুরুতর আহত হন কামরুল হাসান।

গৌরনদী হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলেই পৌঁছে কামরুল হাসানকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির করার করে। পরে তিনি মারা যান। ওসি মনিরুল ইসলাম বলেন, মোটরসাইকেল চালানোর সময় চালক হয়তো ঘুমের ঘোরে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন।