গ্যাসের লিকেজ থেকে দগ্ধ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

প্রতীকী ছবি
প্রথম আলো

মুন্সিগঞ্জের শ্রীনগরে গ্যাসের লিকেজের আগুনে দগ্ধ এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ওই ব্যক্তির নাম গাজী আবদুর রউফ (৬৩)।

এর আগে গত শুক্রবার সন্ধ্যায় নিজ বাড়িতে সিলিন্ডার গ্যাসের পাইপের লিকেজের কারণে আগুনে দগ্ধ হন আবদুর রউফ। তাঁর বাড়ি উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের কামারগাঁও এলাকায়। নিহতের ছোট ভাই মো. কাজল কাজী বলেন, গ্যাসের সিলিন্ডার পাইপে লিকেজ ছিল। তাঁর ভাই সেটা জানতেন না।

কাজল কাজী আরও বলেন, ঘটনার দিন শুক্রবার সন্ধ্যায় আবদুর রউফ ত্রুটিযুক্ত ওই চুলায় অজ্ঞতাবশত খাবার গরম করতে যান। গ্যাসের চুলা চালু করতেই আগুন এসে তাঁর শরীরে লাগে। তাঁর চিৎকার শুনে সবাই রান্নাঘরে যান। অগ্নিদগ্ধ অবস্থায় তাঁকে দ্রুত শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করানো হয়। চিকিৎসক আজ তাঁকে মৃত ঘোষণা করেন।