ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়ায় দিক হারায় একাধিক ফেরি

ঘন কুয়াশার কারণে দেড় ঘণ্টা বন্ধ থাকার পর আবার ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে
ফাইল ছবি

নদীপথে কুয়াশার পরিমাণ হঠাৎ বেড়ে যাওয়ায় রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে আজ সোমবার সকাল সাড়ে সাতটা থেকে নয়টা পর্যন্ত দেড় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এতে ভোগান্তিতে পড়েছে এ পথে যাতায়াত করা হাজারো মানুষ।

দৌলতদিয়া ফেরিঘাট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ ভোর থেকে পদ্মা নদী অববাহিকায় হঠাৎ ঘন কুয়াশা পড়তে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার পরিমাণ বাড়লে ফেরি ও লঞ্চ চলাচলে বিঘ্ন ঘটে। এর মধ্যে সকাল সোয়া সাতটার দিকে দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে যাওয়া একাধিক ফেরি মাঝনদীতে পৌঁছে দিক হারিয়ে ফেলে। পরে দুর্ঘটনা এড়াতে ফেরিগুলো মাঝনদীতেই নোঙর করতে বাধ্য হয়। এ খবরে কর্তৃপক্ষ দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট থেকে অন্য ফেরিগুলো ছাড়া বন্ধ করে দেয়। এ সময় অধিকাংশ ফেরি ঘাটেই যানবাহন বোঝাই করে নোঙর করে থাকে। পরে সকাল নয়টার পর কুয়াশা কমলে ফেরিগুলো একে একে ছাড়তে শুরু করে।

দেড় ঘণ্টার জন্য ফেরি চলাচল বন্ধ ছাড়াও ঘাটের আগে যানবাহনের দীর্ঘ সারিতে অপেক্ষার কারণে ভোগান্তিতে পড়তে হয়েছে যাত্রী ও চালকদের।

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে কুয়াশায় দেড় ঘণ্টা ফেরি বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন শত শত মানুষ।
ছবি: প্রথম আলো

মো. নুরুল ইসলাম শেখ নামের এক যাত্রী জানান, স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে আজ ভোরে তিনি ফরিদপুরের শিবরামপুর থেকে টাঙ্গাইলে মেয়ের বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি। সেখানে সকাল ১১টায় পারিবারিক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা তাঁদের। তবে পথে গাড়ি নষ্ট, ঘাটে লঞ্চ ও ফেরি বন্ধ হওয়ায় যথাসময়ে পৌঁছাতে না পারা নিয়ে দুশ্চিন্তায় পড়েন তিনি।

পিরোজপুর থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকের চালক মো. লিটন শেখ সকাল নয়টার দিকে বলেন, গত রাত তিনটার পর থেকে ফেরিঘাটের তিন কিলোমিটার আগে যানবাহনের সারিতে আটকে আছেন তিনি। রাত কেটেছে তীব্র শীত আর কুয়াশার মধ্যে। ঘাটে পৌঁছাতে আরও চার-পাঁচ ঘণ্টা লেগে যেতে পারে।

দৌলতদিয়া ক্যানাল ঘাট এলাকায় অপেক্ষমাণ গাড়ির দীর্ঘ সারি।
ছবি: এম রাশেদুল হক

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মো. আলিম দাইয়ান বলেন, আকস্মিক কুয়াশায় সকাল সাড়ে সাতটা থেকে নয়টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল। এ জন্য ঘাটে কয়েক শ গাড়ি আটকা পড়ে।