ঘর থেকে ডেকে ছাদে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ঘর থেকে ডেকে ছাদে নিয়ে এক ব্যবসায়ী যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার মধ্যরাতে উপজেলার পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের মীরেরখিল খন্দকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আজ মঙ্গলবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত ব্যবসায়ীর নাম মুহাম্মদ এরশাদ (৩৫)। তিনি উপজেলার গুমানমর্দন ইউনিয়নের মৃত খোরশেদ আলমের ছেলে। ব্যবসার সুবাদে তিনি মীরেরখিল খন্দকারপাড়া এলাকায় নিজের করা একতলা বাড়িতে পরিবারসহ বসবাস করতেন। তিনি উপজেলা সদরে প্রসাধনীর একটি দোকান চালাতেন। তাঁর পাঁচ বছরের শিশুসন্তান আছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে ১২টার দিকে কয়েকজন দুর্বৃত্ত এসে ঘর থেকে ডেকে এরশাদকে ছাদে নিয়ে যায়। কিছুক্ষণ পর চিৎকার শুনে পরিবারের লোকজন ছাদে গিয়ে এরশাদের গলাকাটা লাশ দেখতে পান।
পরিবারের সদস্যরা জানান, এক ব্যক্তির সঙ্গে পাঁচ লাখ টাকা পাওনা নিয়ে বিরোধ ছিল এরশাদের। এর জেরে তাঁকে হত্যা করা হতে পারে বলে তাঁদের ধারণা।
আজ সকালে হাটহাজারী মডেল থানার পরিদর্শক রাজিব শর্মা প্রথম আলোকে জানান, ওই ব্যবসায়ীকে তাঁর একতলা বাড়ির ছাদে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এর আগে তাঁকে কয়েকজন দুর্বৃত্ত ঘর থেকে ডেকে ছাদে নিয়ে যায়। লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে, মামলার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।