চকরিয়ায় যুগ্ম সচিবের গাড়ির ধাক্কায় পথচারী নিহত
কক্সবাজারের চকরিয়ায় ব্যক্তিগত গাড়ির (প্রাইভেট কার) ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্ম সচিব ও পরিবার পরিকল্পনা চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মো. হাবিবুর রহমানকে বহনকারী গাড়িটি খাদে পড়লে তিনি আহত হন।
আজ শনিবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হারবাং-লালব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পথচারীর নাম মনির আহমদ (৭০)। তিনি চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মধ্যম চরপাড়ার বাসিন্দা। হারবাং ইউনিয়নে একটি মৎস্যখামারে তিনি হিসাবরক্ষকের দায়িত্বে ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সকাল সাড়ে নয়টার দিকে কালবৈশাখীর ঝোড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয়। এ সময় গাড়িযোগে চট্টগ্রাম থেকে কক্সবাজারে যাচ্ছিলেন যুগ্ম সচিব মো. হাবিবুর রহমান। বেলা ১১টার দিকে যুগ্ম সচিবকে বহন করা কালো রঙের গাড়িটি হারবাং ইউনিয়নের লালব্রিজ পৌঁছালে হঠাৎ মনির আহমদ সড়ক অতিক্রম করছিলেন। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে মনির আহমদকে ধাক্কা দেন। এতে ঘটনাস্থলে মনির আহমদের মৃত্যু হয়। গাড়িটি সড়কের পাশে খাদে পড়ে যায়। তাতে যুগ্ম সচিব মো. হাবিবুর রহমানও আহত হন।
চকরিয়ার চিরিংগা হাইওয়ে থানার ইনচার্জ পরিদর্শক মো. মুর্শেদুল আলম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনায় যুগ্ম সচিবও আহত হয়েছেন। গাড়িটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান বলেন, দুর্ঘটনায় আহত যুগ্ম সচিবকে চকরিয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তিনি আশঙ্কামুক্ত।
ইউএনও বলেন, হঠাৎ করে সড়ক পারাপার করতে গিয়ে বৃদ্ধ মনির আহমদের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত মনির আহমদের পরিবারকে এক লাখ টাকা প্রদান করা হয়েছে। তাঁর ছেলেকে স্থানীয় বরইতলী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নৈশপ্রহরীর চাকরিতে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে।