default-image

চট্টগ্রামের জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

গতকাল সোমবার নমুনা পরীক্ষার প্রতিবেদনে ফজলে রাব্বির করোনা পজিটিভ আসে।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট আবদুর রব এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সিভিল সার্জন ফজলে রাব্বি বর্তমানে বাসায় আইসোলেশনে আছেন।

ডা. ফজলে রাব্বি গত ফেব্রুয়ারি মাসে শুরুর দিকে করোনার টিকা নিয়েছিলেন।

চট্টগ্রামের জেলা সিভিল সার্জনের পাশাপাশি কোভিড-১৯-এর বিশেষায়িত চিকিৎসা কেন্দ্র চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন ফজলে রাব্বি।

বিজ্ঞাপন

চট্টগ্রাম জেলায় করোনা সংক্রমিত রোগীদের চিকিৎসা, আইসিইউ সেবা চালুসহ প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের ব্যবস্থা করার দায়িত্ব শুরু থেকে পালন করে আসছেন ফজলে রাব্বি।

২০২০ সালে চট্টগ্রামে করোনার সংক্রমণ শুরুর সময় থেকে ফজলে রাব্বি এ-সংক্রান্ত চিকিৎসা ব্যবস্থাপনার দায়িত্বে আছেন। তিনি জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্যসচিব।

এখন পর্যন্ত চট্টগ্রামে ৩৯ হাজার ৭০৬ জন করোনায় সংক্রমিত হয়েছেন। করোনায় মারা গেছেন ৩৮৬ জন।

জেলা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন