চট্টগ্রামে আসবাব কারখানার আগুন নিয়ন্ত্রণে
চট্টগ্রাম নগরে কর্নেলহাট সিটি গেট এলাকায় ‘পি টু পি ফার্নিচার’ কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আজ সোমবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মারা যাওয়া দুজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে।
নিহত একজনের নাম রনি (১৬)। তিনি ওই কারখানার কর্মী বলে জানা গেছে। অগ্নিকাণ্ডে নিহত অন্যজনও ওই কারখানার কর্মী ছিলেন।
এর আগে বিকেল চারটার দিকে কারখানাটিতে আগুন লাগে। এ সময় সেখানে দুই শতাধিক কর্মী কাজ করছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার প্রথম আলোকে বলেন, দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন লাগার কারণ তদন্তের পর বলা যাবে। আগুন কিছুটা নিয়ন্ত্রণের পর দুজনের লাশ উদ্ধার করা হয়। সন্ধ্যা পৌনে ছয়টার দিকে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর রাত সাড়ে আটটা পর্যন্ত উদ্ধারকাজ চলে।
এদিকে চট্টগ্রাম পুলিশের উপকমিশনার (পশ্চিম) আবদুল ওয়ারিশ খান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। আরেকজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। কী কারণে আগুন লেগেছে তা ফায়ার সার্ভিস উদ্ঘাটন করবে। পরে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।