চট্টগ্রামে ঈদের প্রধান জামাত সকাল পৌনে ৮টায়
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রাম নগরের প্রধান ঈদ জামাত জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধানে এই মসজিদে দুটি জামাত হবে।
কাল রোববার সকাল পৌনে আটটায় প্রথম ও প্রধান জামাতে ইমামতি করবেন সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরী।
এ ছাড়া সিটি করপোরেশনের তত্ত্বাবধানে লালদীঘি সিটি করপোরেশন শাহি জামে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে সাতটায়। সকাল সাড়ে সাতটায় হজরত শেখ ফরিদ (রা.) চশমা ঈদগাহ মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, চকবাজার সিটি করপোরেশন জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী ভিআইপি আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফীন নগর কেন্দ্রীয় কবর স্থান জামে মসজিদ, সাগরিকা গরু বাজার জামে মসজিদ ও সাগরিকা জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম–সংলগ্ন মা আয়েশা সিদ্দিকী চসিক জামে মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে।
এ ছাড়া নগরের ৪১ নম্বর ওয়ার্ডে ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে একটি করে ঈদ জামাত স্ব-স্ব মসজিদ অথবা ঈদগাহে অনুষ্ঠিত হবে।
করোনার সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে এবং মাস্ক পরে নিরাপদ দূরত্ব বজায় রেখে ঈদ জামাতে অংশগ্রহণের জন্য সিটি করপোরেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে।