default-image

চট্টগ্রামে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও চারজন মারা গেছেন। আজ শনিবার গণমাধ্যমে পাঠানো সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। একই সময়ে নতুন করে ২৭৯ জন করোনায় সংক্রমিত হয়েছেন।

সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বলেন, গত সোমবার ১ হাজার ৮১০ জনের নমুনা পরীক্ষা করে ২৭৯ জনের কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ১৫ শতাংশের বেশি। নতুন করোনায় সংক্রমিত ব্যক্তিদের মধ্যে শহরের ২০৯ ও উপজেলার ৭০ জন।

এ সময় চিকিৎসাধীন অবস্থায় চারজন মারা গেছেন। তাঁদের তিনজন শহরের ও একজন উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে মোট মারা গেলেন ৪৮৬ জন। মোট আক্রান্ত ৪৮ হাজার ৭১৬ জন। এর মধ্যে শহরের ৩৯ হাজার ১০০ ও উপজেলার ৯ হাজার ৬১৬ জন।

বিজ্ঞাপন
জেলা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন