default-image

চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় আরও ৭ ব্যক্তি মারা গেছেন। একই সময়ে নতুন করে ২৫২ জনের করোনা শনাক্ত হয়েছে।

আজ রোববার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

এ নিয়ে চট্টগ্রামে করোনায় সংক্রমিত হয়ে মোট ৪৫৯ জন মারা গেলেন। চট্টগ্রামে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৪৬ হাজার ৯৩৪ জনের।

জেলা সিভিল সার্জন কার্যালয় জানায়, গত ২৪ ঘণ্টায় ৯৫৮ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ২৫২ জনের করোনা পজিটিভ আসে। সংক্রমণের হার সাড়ে ২৬ শতাংশ।

বিজ্ঞাপন

জেলা সিভিল সার্জন কার্যালয় জানায়, গত ২৪ ঘণ্টায় যাঁরা শনাক্ত হয়েছেন, তাঁদের মধ্যে শহরের বাসিন্দা ২৩৫ জন, উপজেলার ১৭ জন। যাঁরা মারা গেছেন, তাঁদের মধ্যে পাঁচজন শহরের বাসিন্দা, দুজন উপজেলার। সাতজনই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে চলতি মাসে চট্টগ্রামে করোনায় ৬২ জন মারা গেলেন।

জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন মোহাম্মদ আসিফ খান জানান, চট্টগ্রামে করোনায় সংক্রমিত হয়ে এখন পর্যন্ত যাঁরা মারা গেছেন, তাঁদের মধ্যে ৩৩৮ জন শহরের বাসিন্দা। বাকি ১২১ জন বিভিন্ন উপজেলার। চট্টগ্রামে এখন যাঁদের করোনা শনাক্ত হয়েছে, তাঁদের মধ্যে শহরের বাসিন্দা ৩৭ হাজার ৬৭৬ জন। বিভিন্ন উপজেলার বাসিন্দা ৯ হাজার ২৫৮ জন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে গ্রামের ২০ শতাংশ। শহরের ৮০ শতাংশ।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। একই বছরের ৯ এপ্রিল প্রথম করোনায় মৃত্যুর ঘটনা ঘটে।

জেলা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন