default-image

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়ে আরও আটজন মারা গেছেন। একই সময়ে নতুন করে ৩৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনার সবশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন মোহাম্মদ আসিফ খান জানান, এ নিয়ে চট্টগ্রামে করোনায় সংক্রমিত হয়ে মোট ৪৪৫ জন মারা গেছেন। আর চট্টগ্রামে এখন পর্যন্ত ৪৭ হাজার ৫৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৫৬ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৩৪৭ জনের করোনা পজিটিভ আসে। সংক্রমণের হার প্রায় ২২ শতাংশের বেশি।

বিজ্ঞাপন

জেলা সিভিল সার্জন কার্যালয় জানায়, গত ২৪ ঘণ্টায় যাঁদের করোনা শনাক্ত হয়েছে, তাঁদের মধ্যে ২৬৩ জন শহরের। বিভিন্ন উপজেলার ৮৩ জন।

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় যে আটজন মারা গেছেন, তাঁরা সবাই চিকিৎসাধীন ছিলেন। তাঁদের মধ্যে সাতজন শহরের বাসিন্দা। একজন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রামে এখন পর্যন্ত যাঁরা করোনা সংক্রমিত হয়ে মারা গেছেন, তাঁদের মধ্যে ৩২৯ জন শহরের বাসিন্দা। বাকি ১১৬ জন বিভিন্ন উপজেলার।

অন্যদিকে চট্টগ্রামে এখন পর্যন্ত যাঁদের করোনা শনাক্ত হয়েছে, তাঁদের মধ্যে শহরের ৩৮ হাজার ১৮৮ জন। বিভিন্ন উপজেলার ৯ হাজার ৩৮৬ জন।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। একই বছরের ৯ এপ্রিল প্রথম করোনায় মৃত্যুর ঘটনা ঘটে।

জেলা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন