চট্টগ্রামে করোনায় দুজনের মৃত্যু
চট্টগ্রামে করোনায় সংক্রমিত হয়ে আরও দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত) তাঁদের মৃত্যু হয়।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া আজ বৃহস্পতিবার সকালে প্রথম আলোকে করোনায় দুজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় ৩৮৮ জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২৮৭ জন। চট্টগ্রামে এখন পর্যন্ত ৪০ হাজার ২৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। সাতটি ল্যাবে এসব নমুনা পরীক্ষা করা হয়।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় সংক্রমিত ২৮৭ জনের মধ্যে ২৬৭ জনই নগরের বাসিন্দা। আর বাকি ২০ জন চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা।