default-image

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত আরও চার ব্যক্তি মারা গেছেন। একই সময়ে নতুন করে ২০৫ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা শনাক্তের হার ১২ শতাংশের বেশি।

আজ বুধবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনাসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

এ নিয়ে চট্টগ্রামে করোনায় মোট ৫০৮ জনের মৃত্যু হলো। মোট করোনা শনাক্ত হয়েছে ৪৯ হাজার ৫৪৫ জনের।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৬২ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ২০৫ জনের করোনা পজিটিভ আসে।

বিজ্ঞাপন

জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় যে চারজন মারা গেছেন, তাঁরা চিকিৎসাধীন ছিলেন। তাঁদের দুজন শহরের ও দুজন উপজেলার বাসিন্দা।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে যাঁদের করোনায় শনাক্ত হয়েছে, তাঁদের মধ্যে শহরের ১৬৪ জন। বিভিন্ন উপজেলার ৪১ জন।

চট্টগ্রামে এখন পর্যন্ত যাঁদের করোনা শনাক্ত হয়েছে, তাঁদের মধ্যে শহরের ৩৯ হাজার ৭৪৩ জন। বাকি ৯ হাজার ৮০২ জন উপজেলার।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল প্রথম একজন রোগী করোনায় আক্রান্ত হয় মারা যান।

জেলা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন