default-image

চট্টগ্রামে তিনটি যানবাহনের ত্রিমুখী সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। আজ সোমবার সকাল ৮টার দিকে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিবিরহাট বাজারের উত্তরে জে ইউ পার্ক কমিউনিটি সেন্টারের সামনের চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। ইটবোঝাই ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার মধ্যে এই ত্রিমুখী সংঘর্ষ হয়।

নিহত ব্যক্তিদের মধ্যে একজনের নাম-পরিচয় জানা গেছে। তাঁর নাম মানিক আচার্য (৫০)। তাঁর বাড়ি ফটিকছড়ির সুন্দরপুর এলাকায়। নিহত আরেকজনের নাম-পরিচয় এখন পর্যন্ত জানতে পারেনি পুলিশ।

আহত দুজন হলেন শুভ আচার্য্য ও মো. জোবায়ের। তাঁদের মধ্যে একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম প্রথম আলোকে বলেন, ইটবোঝাই ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই একজন মারা যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আরেকজন মারা যান।

স্থানীয় নাজিরহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. বিল্লাল বলেন, নিহত ব্যক্তিরা সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন বলে তাঁরা জানতে পেরেছেন।

তিনটি গাড়িই হাইওয়ে পুলিশ নিজেদের জিম্মায় নিয়েছে। এ ঘটনায় পুলিশ আইনগত ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।

জেলা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন