চট্টগ্রামে দুটি টিকাকেন্দ্রের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন স্বেচ্ছাসেবকেরা

চট্টগ্রামের টিকাকেন্দ্রগুলোতে মানুষের ভিড়। আন্দরকিল্লা সিটি করপোরেশন জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম
ফাইল ছবি

চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত করোনার টিকাকেন্দ্রে টাকার বিনিময়ে টিকা দেওয়া এবং বিভিন্ন অব্যবস্থাপনার জেরে স্বেচ্ছাসেবী কার্যক্রম স্থগিত করেছে যুব রেড ক্রিসেন্ট নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। চট্টগ্রাম সিটি করপোরেশন জেনারেল হাসপাতাল এবং সাফা মোতালেব সিটি করপোরেশন মাতৃসদন হাসপাতালে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছেন না যুব রেড ক্রিসেন্টের সদস্যরা।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে বিস্তারিত তুলে ধরেন যুব রেড ক্রিসেন্টের চট্টগ্রামের প্রধান ইফতেখার হোসেন। ইফতেখার হোসেন গতকাল বুধবার রাতে দেওয়া ফেসবুক পোস্টে লিখেন, ‘হাজার হাজার মানুষ ভোরে এসে লাইনে দাঁড়িয়ে ভ্যাকসিন না পেয়ে বাড়ি ফেরেন। আর টাকার বিনিময়ে কিছু লাইনচ্যুত মানুষ অসাধু চক্রের মাধ্যমে মিনিটেই ভ্যাকসিন পাবেন, অনিয়মে তা হতে পারে না। এ কারণে সদরঘাটে অবস্থিত চট্টগ্রাম সিটি করপোরেশন জেনারেল হাসপাতালে বুধবার থেকে এবং মোহরার সাফা মোতালেব সিটি করপোরেশন মাতৃসদন হাসপাতালে বৃহস্পতিবার থেকে সাময়িকভাবে কার্যক্রম স্থগিত করা হয়েছে। তবে চট্টগ্রামের অন্য কেন্দ্রগুলোতে কার্যক্রম অব্যাহত থাকবে।’

যোগাযোগ করা হলে ইফতেখার হোসেন প্রথম আলোকে বলেন, যুব রেড ক্রিসেন্টের সদস্যরা টিকা দেওয়ার শুরু থেকে স্বেচ্ছাসেবীর কাজ করে যাচ্ছেন। কিন্তু সিটি করপোরেশনের দুটি কেন্দ্রে টিকা দেওয়া নিয়ে বারবার অপ্রীতিকর ঘটনা ঘটছে। টিকা দিতে আসা লোকজন মনে করছেন, এসবের জন্য স্বেচ্ছাসেবকেরা দায়ী। কিন্তু এসব ঘটনার সঙ্গে স্বেচ্ছাসেবকদের কোনো সংশ্লিষ্টতা নেই। অভিযোগের দায় এড়াতে তাঁরা দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।

নগরের সদরঘাটে অবস্থিত সিটি করপোরেশন জেনারেল হাসপাতালে নয়জন এবং সাফা মোতালেব সিটি করপোরেশন মাতৃসদন হাসপাতাল টিকাকেন্দ্রে ছয়জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন।

তবে এ অভিযোগ অস্বীকার করে সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সেলিম আকতার চৌধুরী প্রথম আলোকে বলেন, রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকেরা তাঁকে কোনো অভিযোগ দেননি। তবে তাঁরা আসছেন না। আর টাকার বিনিময়ে কাউকে টিকা দেওয়া হয়েছে তা প্রমাণ দিতে পারলে সংশ্লিষ্ট ব্যক্তির শাস্তি হবে। তবে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।

চট্টগ্রাম সিটি করপোরেশন জেনারেল হাসপাতালের টিকাকেন্দ্র নিয়ে দীর্ঘদিন ধরে মানুষের নানা অভিযোগ রয়েছে। প্রায় সময় এই কেন্দ্রে টিকা নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। অনেকের মুঠোফোনে খুদে বার্তা এলেও টিকা না পেয়ে ফেরত গেছেন। আবার লাইনে না দাঁড়িয়েও অনেকে আগেভাগে টিকা নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।