default-image

চট্টগ্রামে দেয়াল ধসে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। আজ শুক্রবার জুমার নামাজের পর নগরের ডবলমুরিং থানার আগ্রাবাদ ডেবার উত্তর পাড়ে এ ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ শহীদুল্লাহ (৬০)। আহত ব্যক্তিরা হলেন মো. আলামিন, মো. রাজ্জাক ও মো. রাকিব।

ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপসহকারী পরিচালক নিউটন দাশ প্রথম আলোকে বলেন, সীমানা দেয়াল দেওয়া একটি ফাঁকা জায়গার ভেতর বালুর স্তূপ রয়েছে। সেখানে এক্সকাভেটর দিয়ে ভেতরে কাজ চলছিল। ধারণ করা হচ্ছে, বালুর ধাক্কায় দেয়ালটি ধসে পড়ে। ওই সময় পাশের মসজিদ থেকে নামাজ পড়ে যাচ্ছিলেন মুসল্লিরা। এতে দেয়ালচাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান শহীদুল্লাহ। গুরুতর আহত হন আরও তিনজন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত আমীর হোসেন জানান, দেয়ালচাপায় একজনের লাশ রয়েছে হাসপাতালে। আহত আরও তিনজন চিকিৎসাধীন।

বিজ্ঞাপন
জেলা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন