চট্টগ্রামে দেয়াল ধসে যুবকের মৃত্যু

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামের দেয়াল ধসে জয় শর্মা (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত জয় শর্মা ওই গুদামের স্টোর শাখার কর্মী ছিলেন। আজ সোমবার সন্ধ্যা সাতটায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নগরের আইস ফ্যাক্টরি সড়ক মোড়ের বিপরীত পাশে সোবহান ইন্টারন্যাশনাল নামের টায়ারের একটি গুদামের দেয়াল জয় শর্মার ওপর ধসে পড়ে। গুরুতর আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন প্রথম আলোকে গুদামের দেয়াল ধসে জয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। জয় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ধামাইরহাটের বাসিন্দা মৃত সন্তোষ কুমারের ছেলে।

গুদামের স্টোর ইনচার্জ আবুল কাশেম প্রথম আলোকে বলেন, জয় গুদামের স্টোর শাখার কর্মী ছিলেন। ট্রাক থেকে টায়ার নামানো হচ্ছিল। জয় তা গুনছিলেন। হঠাৎ করে গুদামের একটি দেয়াল তাঁর ওপর ধসে পড়ে। দেয়ালটি প্রায় ২০ ফুট উঁচু ছিল।