চট্টগ্রামে নতুন শনাক্ত ২২২
চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ২২২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় সংক্রমণের হার প্রায় ১২ দশমিক ৪০। তবে একই সময়ে করোনায় কেউ মারা যাননি।
আজ বুধবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনাসংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৭৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে নগরের ১৭৪ জন ও নগরের বাইরের বিভিন্ন উপজেলার ৪৮ জন রয়েছেন। স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া জানান, কয়েক দিন ধরে দৈনিক করোনা সংক্রমণ দুই শতাধিক হচ্ছে।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, গতকাল মঙ্গলবার ২০৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় সংক্রমণের হার প্রায় ৯। ওই দিন একজন মারা যান।
এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ১ হাজার ৩৩৫ জন মারা গেছেন। করোনা শনাক্ত হয়েছে মোট ১ লাখ ৩ হাজার ৬৩২ জনের। ২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।