সোমবার বিকেলে পতেঙ্গা সমুদ্রসৈকতে গিয়ে দেখা গেছে, হাজার হাজার মানুষ সৈকতের নানা প্রান্তে সময় কাটাচ্ছেন। খোশগল্পে মজে আছেন। তবে বেশির ভাগই মাস্ক পরেননি।
মাস্ক না পরার বিষয়ে দর্শনার্থীরা নানা অজুহাত দিচ্ছেন। মো. ওমর ফারুক নামের একজন বলেন, মাস্ক আনতে তিনি ভুলে গেছেন। পতেঙ্গা সৈকতে গল্প করছিলেন চার বন্ধু। তাঁদের একজন আশরাফুল আলম। তিনি বলেন, মাস্ক এনেছিলেন ঠিকই, তবে এটি ছিঁড়ে গেছে। অবশ্য এই চারজনের কারও মুখেই মাস্ক ছিল না।
সোমবার বেলা তিনটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত সৈকতের নানা প্রান্ত ঘুরে করোনার স্বাস্থ্যবিধি মানাতে প্রশাসনের কোনো কর্মতৎপরতা চোখে পড়েনি।
একই চিত্র দেখা গেছে চট্টগ্রাম শিশুপার্ক ও কাজীর দেউড়ির শিশুপার্কে। দর্শনার্থীর ভিড় থাকলেও কারও মুখে মাস্ক ছিল না।
জানতে চাইলে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন প্রথম আলোকে বলেন, সৈকত পুরোটাই মোটামুটি উন্মুক্ত। কোথাও গেট নেই। এ কারণে অসংখ্য মানুষ ঢুকছেন। তাই মাস্ক পরার বিষয়ে কার্যকরভাবে কিছু করা যাচ্ছে না।