পাহাড়ধসের শঙ্কায় চট্টগ্রামের বায়েজিদ-ফৌজদারহাট সংযোগ সড়কে অবৈধ বসতি উচ্ছেদ শুরু করেছে প্রশাসন। আজ সোমবার সকাল সাড়ে ১০টা থেকে চট্টগ্রাম জেলা প্রশাসনের ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এ অভিযান শুরু করেন। এ সময় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা সঙ্গে ছিলেন।
বায়েজিদ-ফৌজদারহাট সড়কটি নগরের কাট্টলী, হাটহাজারী ও সীতাকুণ্ড তিনটি অংশে পড়েছে। এ জন্য তিনটি অংশে ভাগ করে সেখানে অভিযান চালানো হচ্ছে।
চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মামনুন আহমেদ, কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ ইনামুল হাসান, হাটহাজারী সার্কেলের সহকারী কমিশনার শরীফ উল্যাহ, পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার এহসান মুরাদ, সীতাকুণ্ড সার্কেলের সহকারী কমিশনার মো. রাশেদুল ইসলাম, চট্টগ্রাম সদর সার্কেলের সহকারী কমিশনার মাসুমা জান্নাত উচ্ছেদ অভিযানে অংশ নেন।
সহকারী কমিশনার (ভূমি) এহসান মুরাদ বলেন, ‘সকাল থেকে সড়কটির উত্তর পাশের পাহাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করেছি। অভিযানে চট্টগ্রাম মহানগর ও জেলা পুলিশ, র্যাব, ফায়ার সার্ভিসের সদস্যরা সহযোগিতা করছেন।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট অংশ থেকে নগরের বায়েজিদ পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কটি নির্মাণে প্রায় ১৬টি পাহাড় কাটা হয়। পাহাড়গুলো খাড়াভাবে কাটা হয়। ধসের আশঙ্কায় বুধবার থেকে সড়কটিতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এই কাটা পাহাড়গুলোতে প্রায় পাঁচ শ অবৈধ বসতি গড়ে উঠেছে।