চট্টগ্রামে বাস্কেট সুপারশপকে আড়াই লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের খুলশী এলাকার বাস্কেট নামের একটি সুপারশপকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম। জরিমানার কারণ উল্লেখ করে প্রথম আলোকে তিনি বলেন, সুপারশপে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মাংস প্রক্রিয়াজাত ও বিক্রি করা হচ্ছিল। সেখানের কর্মীদের করোনার টিকার সনদ ছিল না। এ ছাড়া কিছু পণ্য বিক্রি হচ্ছিল, যেগুলোর বিএসটিআইয়ের অনুমোদন নেই।

মারুফা বেগম বলেন, এক সপ্তাহের মধ্যে এসবের পরিবর্তন করবেন বলে জানিয়েছেন সুপারশপটির কর্মকর্তারা।

এদিকে নগরের নন্দনকানন এলাকায় অভিযান পরিচালনা করেন সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালতের স্পেশাল ম্যাজিস্ট্রেট

মনীষা মহাজন। এ সময় রাস্তা ও ফুটপাত দখল করে পণ্য রাখার দায়ে ৬টি দোকানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
এসব অভিযানে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং নগর পুলিশের সদস্যরা সহায়তা করেন।