চট্টগ্রামে ভুয়া এনএসআই সদস্য আটক
চট্টগ্রামে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) এক ভুয়া সদস্যকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে চট্টগ্রাম মহানগরের খুলশী থানা–পুলিশ তাঁকে আটক করে।
আটক ব্যক্তির নাম আসিফ উল আহসান। তাঁর কাছ থেকে দুটি ভুয়া পরিচয়পত্র ও একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আটকের বিষয়টি নিশ্চিত করে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ওই ভুয়া এনএসআই সদস্যকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসিফ উল আহসান স্বীকার করেছেন, তিনি বিভিন্ন ব্যক্তিকে চাকরি দেওয়ার কথা বলে প্রায় তিন লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।
আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।