চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরের স্টেশন রোডে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার ভোরে স্টেশন রোডের মোটেল সৈকতের সামনে এ ঘটনা ঘটে।
নিহত তরুণের নাম জয়দীপ দাস (১৯), তাঁর বাবার নাম নির্মল কান্তি দাস। তিনি নগরের ১ নম্বর জয়নগর এলাকার বাসিন্দা ছিলেন।

নগরের পাঁচলাইশ থানার পরিদর্শক সাদেকুর রহমান জানান, মোটেল সৈকত এলাকায় ওভারটেক করার সময় ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হন মোটরসাইকেল আরোহী জয়দীপ।

জয়দীপের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।