default-image

চট্টগ্রামে নতুন করে আরও ৩৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। গতকাল শুক্র থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ ২৪ ঘণ্টার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। তবে একই সময়ে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৯৫৬ জনের নমুনা পরীক্ষা করে ৩৫৩ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে শহরের ২৯৪ এবং গ্রামের ৫৯ জন। শনাক্তের হার ১২ শতাংশ।

বিজ্ঞাপন

সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি বলেন, গত ২৪ ঘণ্টার শনাক্তসহ চট্টগ্রামে মোট করোনা শনাক্ত দাঁড়িয়েছে ৩৯ হাজার ১০৮ জনে। এর মধ্যে ৩১ হাজার ৩৯ জন শহরের বাসিন্দা। উপজেলায় আক্রান্ত ৮ হাজার ৬৯ জন। একই সময়ে করোনা সংক্রমিত হয়ে মারা গেছেন ৩৮৪ জন। এর মধ্যে শহরের ২৮১ জন।

জেলা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন