চট্টগ্রামে ৭৬ জনের করোনা শনাক্ত
চট্টগ্রামে সবশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার প্রায় ৫। এই সময়ের ব্যবধানে নতুন করে কেউ করোনায় মারা যাননি।
আজ শনিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনাসংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
এর আগের দিন গতকাল শুক্রবার চট্টগ্রামে নতুন করে ৮২ জনের করোনা শনাক্ত হয়েছিল। শনাক্ত প্রায় ৪ দশমিক ৪৩ শতাংশ।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, সবশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৫৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৭১ জন ও নগরের বাইরের বিভিন্ন উপজেলার ৫ জন রয়েছেন।
চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ১ হাজার ৩৩৩ জন মারা গেছেন। করোনা শনাক্ত হয়েছে মোট ১ লাখ ২ হাজার ৯৮০ জনের। ২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।