চট্টগ্রাম আইনজীবী সমিতির ৪ সদস্যের পদ বাতিল

চট্টগ্রাম জেলার মানচিত্র

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির চার সদস্যের পদ বাতিল করা হয়েছে। অসদুপায়ে মক্কেলদের কাছ থেকে টাকা আদায় এবং বিভিন্ন অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে তাঁদের সদস্যপদ বাতিল করা হয় বলে জানিয়েছেন আইনজীবী সমিতির নেতারা।

সোমবার সমিতির সাধারণ সভায় এ সিদ্ধান্ত হয়। সদস্যপদ বাতিল হওয়া চার আইনজীবী হলেন, শামসুর রহমান, ফয়েজ আলী, কার্তিক চন্দ্র দাশ ও জোবায়ের আহমদ।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এএইচএম জিয়া উদ্দিন প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হলেও মামলা পরিচালনা না করে অন্য চাকরির করার অভিযোগে শামসুর রহমানের, অসদুপায়ে মামলার মক্কেলের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগে ফয়েজ আলীর, জাল সনদ দেওয়ার অভিযোগে কার্তিক চন্দ্র দাশ এবং মামলার নথি থেকে ৩০ কোটি টাকার চেক চুরির ঘটনায় জোবায়ের আহমদের সদস্যপদ বাতিল করা হয়।

এএইচএম জিয়া উদ্দিন আরও বলেন, সমিতির সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তে চারজনের জেলা আইনজীবী সমিতির সদস্যপদ বাতিল করা হয়েছে। একই সঙ্গে তাদের আইনজীবী সনদ বাতিলের জন্য বার কাউন্সিলে সুপারিশ করা হয়েছে।