চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বাদীপক্ষকে মারধর

চট্টগ্রামে মারামারির মামলায় নারাজি আবেদন দেওয়ায় আদালত প্রাঙ্গণে বাদীপক্ষকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নগরের কোতোয়ালি থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা নেওয়ার জন্য লিখিত অভিযোগ জমা দিয়েছেন ওই মারধরের শিকার ওই ব্যক্তি। মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, চট্টগ্রামের সাতকানিয়া থানায় গত বছরের আগস্টে মারামারিতে আহত হন তৌহিদুল আলম। ওই ঘটনায় দশজনকে আসামি করে মামলা করেন তৌহিদের বন্ধু আবু সুফিয়ান। মামলার তদন্ত শেষে দুজনকে আসামি রেখে বাকিদের বাদ দিয়ে আদালতে অভিযোগপত্র দেয় সাতকানিয়া থানা পুলিশ। আটজনকে আসামি তালিকা থেকে বাদ দেওয়ায় মঙ্গলবার আদালতে নারাজি আবেদন করে বাদীপক্ষ। এ সময় আদালত শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আদালত থেকে বের হয়ে তৌহিদুল আলম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এলে তাঁর ওপর হামলা চালানো হয়। তৌহিদুলের চিৎকারে আদালত প্রাঙ্গণে থাকা লোকজন জড়ো হলে পালিয়ে যায় হামলাকারীরা। ঘটনার পর আহত তৌহিদুলকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

তৌহিদুলের আইনজীবী অহিদুল আলম প্রথম আলোকে বলেন, আদালত প্রাঙ্গণে মারধরের ঘটনায় আসামিদের জামিন বাতিলের জন্য আদালতে আবেদন করা হয়েছে। আদালত বুধবার জামিন শুনানির জন্য দিন ধার্য করেছেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, মারধরের ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। এতে তাপস কান্তি দত্ত, মো. সোলেমান ও নাজিম উদ্দিনকে আসামি করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।