সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেন অথবা ছয় লেনে সম্প্রসারণ করার দাবি এসেছে চট্টগ্রামের একটি সংবাদ সম্মেলন থেকে। আজ শুক্রবার সকালে লোহাগাড়া উপজেলা সদরের একটি হলরুমে এ সংবাদ সম্মেলন করে নিরাপদ সড়ক চাই (নিসচা) লোহাগাড়া উপজেলা শাখা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান নিসচার লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি মুজাহিদ হোসাইন। তিনি বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এতে প্রাণহানির পাশাপাশি অঙ্গহানির ঘটনাও ঘটছে। লবণপানি ও মাছের পানিতে প্রতিনিয়ত মহাসড়কটি পিচ্ছিল থাকে। এ ব্যাপারে প্রশাসনের তদারকি দরকার। তা ছাড়া অদক্ষ চালক ও বেপরোয়া গতির কারণে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা।
সংবাদ সম্মেলনে মুজাহিদ হোসাইন বলেন, এ মহাসড়কে ৩০ থেকে ৩৫টি বাঁক আছে। ঝুঁকিপূর্ণ বাঁক আছে সাত-আটটি। মহাসড়কটিতে অবাধে চলছে নিষিদ্ধ ও ফিটনেসবিহীন গাড়ি। এসব কারণে লোহাগাড়া অংশসহ মহাসড়কটিতে দুর্ঘটনা থেমে নেই। গত সোমবার ভোরে মহাসড়কের লোহাগাড়ার আধুনগরে ট্রাক-ব্যক্তিগত গাড়ির মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এরপর মহাসড়কের লোহাগাড়া অংশে আরও চারটি দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনা কমিয়ে আনতে সংশ্লিষ্ট প্রশাসনের নজরদারি বাড়ানোর পাশাপাশি অবশ্যই মহাসড়কটি চার অথবা ছয় লেনে সম্প্রসারণ করতে হবে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম ইব্রাহিম কবির, নিসচার লোহাগাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল সায়েম, প্রচার–প্রকাশনা সম্পাদক এম এ এইচ রাব্বী, অধ্যাপক মুহাম্মদ খালেক, মহাসড়কটিতে দুর্ঘটনায় স্বজন হারানো কাইছার হামিদ, ব্যবসায়ী সাত্তার সিকদার, সমাজসেবক আ ন ম আবদুল্লাহ বাবলু, প্রকৌশলী তৌহিদুল ইসলাম প্রমুখ।