default-image

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পানিতে ডুবে রফিক শিকদার (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে বাড়ির পেছনের খালের পানি থেকে ভাসমান অবস্থায় রফিককে উদ্ধার করেন তার মা রমেলা বেগম। পরে রাত ৮টার দিকে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক জেরিন আফরিন ওই শিশুকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্তব্যরত চিকিৎসক জেরিন আফরিন জানান, শিশু রফিক শিকদারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার অনেক আগেই তার মৃত্যু হয়।
রফিক উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের চর শালিপুর পূর্ব গ্রামের বাসিন্দা রেজাউল শিকদারের ছোট ছেলে। তিন ভাইয়ের মধ্যে সে ছোট ছিল।
রেজাউল শিকদার জানান, সুযোগ পেলেই পানিতে নামতে চাইত রফিক। ওই দিন বিকেল থেকে রফিককে দেখতে না পেয়ে খুঁজতে থাকেন পরিবারের লোকজন। অবশেষে বাড়ির পেছনের খালের পানিতে তাকে ভাসমান অবস্থায় পাওয়া যায়।

বিজ্ঞাপন
মন্তব্য পড়ুন 0