সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় চলন্ত ভ্যানে ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার কুট্টাপাড়া শেখ রাসেল মিনি স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ভ্যানচালকের নাম সাগর মিয়া ওরফে বুলেট মিয়া (২২)। তিনি সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের বাখাইল গ্রামের নান্নু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ছয়টার দিকে আশুগঞ্জ থেকে আসা সরাইলগামী বালুবোঝাই একটি ট্রাক স্টেডিয়াম এলাকায় একটি চলন্ত ভ্যানকে ধাক্কা দিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ভ্যানচালক সাগর মিয়া গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান।

প্রত্যক্ষদর্শী সেলিম খান ও ইউনুস মিয়া প্রথম আলোকে জানান, বালুবোঝাই ট্রাকটি খুবই বেপরোয়া গতিতে চলছিল। হঠাৎ করেই ট্রাকচালক নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত ভ্যানটিকে সজোরে ধাক্কা দেন। এতে ভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে যায়।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম বলেন, নিহত সাগরের লাশ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।