default-image

ফরিদপুরের প্রবীণ সাংবাদিক ও  শিক্ষাবিদ জগদীশ চন্দ্র ঘোষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর।

আজ শুক্রবার রাত ৯টার দিকে ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ওই আইসিইউতে কর্মরত চিকিৎসক আনন্দ মোহন বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

এক বর্ণাঢ্য জীবনের অধিকারী ছিলেন জগদীশ চন্দ্র ঘোষ। সবার কাছে পরিচিত ছিলেন তারাপদ স্যার নামে। ফরিদপুর শহরের ঝিলটুলি মহল্লার বাসিন্দা ছিলেন তিনি। তিনি ফরিদপুর উচ্চবিদ্যালয়ে দীর্ঘদিন শিক্ষকতা করছেন। তিনি ৪০ বছর ধরে দ্য বাংলাদেশ অবজারভার–এর জেলা প্রতিনিধি ছিলেন।

জগদীশ চন্দ্র অকৃতদার ছিলেন। তিনি ছিলেন ফরিদপুরের বাতিঘর। ২০১৯ সালে তিনি আইপিডিসি-প্রথম আলো প্রিয় শিক্ষক সম্মাননা পেয়েছিলেন।

বার্ধক্যের কারণে দীর্ঘদিন ধরে শয্যাশায়ী ছিলেন তিনি। বৃহস্পতিবার করোনা শনাক্ত হলে তাঁকে ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানেই তিনি শুক্রবার রাতে মারা যান।

বিজ্ঞাপন
জেলা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন