default-image

চাঁদপুরে কোভিড-১৯ রোগীর সংখ্যা হাজার ছাড়িয়েছে। আজ শুক্রবার চাঁদপুর সিভিল সার্জন কন্ট্রোল রুম সূত্রে এটি নিশ্চিত করা হয়। চাঁদপুর সিভিল সার্জন মো. সাখাওয়াত উল্লাহ বলেন, জেলায় আজ নতুন করে আরও ১৩২ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে। এর মধ্যে ৩১ জনের করোনা ‘পজিটিভ’ শনাক্ত হয়েছে।

এর মধ্যে চাঁদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ (৩৮) বিচার বিভাগে কর্মরত ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। চাঁদপুর সিভিল সার্জন অফিস ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে এটি নিশ্চিত করা হয়েছে। আক্রান্ত ব্যক্তিরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন।

সিভিল সার্জন জানান, নতুন আক্রান্ত লোকজনের উপজেলাভিত্তিক হিসাব—চাঁদপুর সদরে ২১ জন, হাইমচরে ২ জন, মতলব উত্তরে ২ জন, মতলব দক্ষিণে ২ জন, হাজীগঞ্জে ২ জন, ফরিদগঞ্জে ১ জন ও শাহরাস্তিতে ১ জন রয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা সংক্রমিত মানুষের সংখ্যা বেড়ে ১ হাজার ১ হয়েছে।

বিজ্ঞাপন
মন্তব্য করুন