চাঁদপুরের কচুয়া উপজেলায় তিন কলেজছাত্রীর করোনা শনাক্ত হয়েছে। বুধবার করোনা ‘পজিটিভ’ হওয়ার পর তাঁরা নিজ নিজ বাড়িতে সঙ্গনিরোধে রয়েছেন।
ওই তিন ছাত্রী উপজেলার হাসিমপুরে অবস্থিত ড. মনসুরউদ্দীন মহিলা কলেজে পড়াশোনা করেন। তাঁদের করোনা ‘পজিটিভ’ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সালাউদ্দিন মাহমুদ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ২০ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত ড. মনসুরউদ্দীন মহিলা কলেজের ৮৩ শিক্ষার্থীর নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ৪৩ জনের নমুনা পরীক্ষা করা হয় র্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে। তাঁদের সবার প্রতিবেদন করোনা ‘নেগেটিভ’ আসে। বাকি ৪০ জনের নমুনা পরীক্ষা করা হয় পিসিআর ল্যাবে। এতে ওই তিন ছাত্রীর করোনা শনাক্ত হয়।
কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলাম বলেন, তাঁরা ধাপে ধাপে কলেজের পাঁচ শতাধিক শিক্ষার্থীর নমুনা পরীক্ষার উদ্যোগ নিয়েছেন। বুধবার তিন শিক্ষার্থীর করোনা শনাক্ত হওয়ার পর তাঁরা নিজ নিজ বাড়িতে সঙ্গনিরোধে রয়েছেন। প্রতিদিন শরীরের তাপমাত্রা মাপার পর শিক্ষার্থীরা কলেজে প্রবেশ করেন উল্লেখ করে অধ্যক্ষ বলেন, সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে পাঠদান চলছে। তাই অন্য শিক্ষার্থীদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।