চাকরি দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার
ক্যাপ্টেনের ভুয়া পরিচয় দিয়ে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে গাইবান্ধার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
গ্রেপ্তার যুবকের নাম আবদুর রাজ্জাক (৩০)। তাঁর বাড়ি ধাপেরহাট ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে। তিনি ৩১ জানুয়ারি অনুষ্ঠেয় ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য পদের প্রার্থী। তাঁর প্রতীক পাখা।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, আবদুর রাজ্জাক ‘সাগর চৌধুরী’ নামে সামাজিক যোগাযোগমাধ্যমে আইডি করেন। সেই আইডির মাধ্যমে তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার জর্ডানপ্রবাসী নারীর সঙ্গে মেসেঞ্জারে কথা বলতেন। তিনি নিজেকে সেনাবাহিনীর ক্যাপ্টেন হিসেবে পরিচয় দেন। এরপর ওই নারীর ১৮ বছর বয়সী ভাইকে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে বিভিন্ন সময়ে ৩ লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নেন। টাকা পেয়ে ই-মেইলের মাধ্যমে একটি ভুয়া নিয়োগপত্রও পাঠান। পরে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ওই নারীর বাবা পুলিশের কাছে অভিযোগ দেন। অভিযোগ পেয়ে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) প্রযুক্তি ব্যবহার করে আজ সকালে ‘সাগর চৌধুরী’ নামধারী আবদুর রাজ্জাককে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবদুর রাজ্জাক প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন। এ ঘটনায় আজ রাজ্জাকের নামে গোবিন্দগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. আবু খায়ের, গাইবান্ধা ডিবি পুলিশের ওসি দিবাকর অধিকারী, জেলা ট্রাফিক পরিদর্শক (টিআই) নুর আলম সিদ্দিক, ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. নওশাদ, গাইবান্ধা সদর থানার ওসি মাসুদুর রহমান ও সাদুল্যাপুর থানার ওসি প্রদীপ কুমার রায় প্রমুখ।