কুমিল্লার চান্দিনায় নিখোঁজের পাঁচ দিন পর মিলন মিয়া (৬২) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে উপজেলার সুহিলপুর ইউনিয়নের দলপাড়া গ্রামে বাড়ির পাশের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মিলন মিয়া আদালতের কর্মচারী ছিলেন। ২০১৯ সালে তিনি অবসরে যান।
নিহত ব্যক্তির ছেলে মো. সুমন বলেন, ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে স্থানীয় যোগী মার্কেটে যান তাঁর বাবা। এর পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। ১৮ ফেব্রুয়ারি চান্দিনা থানায় তাঁরা একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর তিন দিন পর আজ দুপুরে প্রতিবেশী মনির হোসেন পুকুরে তাঁর বাবার ভাসমান মরদেহ দেখে খবর দেন। পরে তাঁরা থানায় সংবাদ দেন। এরপর বেলা তিনটায় পুলিশ এসে লাশ উদ্ধার করে।
প্রাথমিক তদন্তে নিহত ব্যক্তির শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক বলেন, মিলন মিয়া নিখোঁজের পর পরিবারের লোকজন তাঁকে বিষয়টি জানিয়েছিলেন।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে নিহত ব্যক্তির শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে।