default-image

নরসিংদী সদর উপজেলার নজরপুরের আলীপুরা গ্রামে টেঁটাবিদ্ধ হওয়ার পরদিন জুবায়ের আহমেদ ওরফে শান্ত (২০) নামের এক তরুণ মারা গেছেন। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

জুবায়ের আহমেদ সদর উপজেলার নজরপুর ইউনিয়নের নজরপুর গ্রামের সাত্তার মিয়ার ছেলে।

পুলিশ ও এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার নজরপুর ইউনিয়নের আলীপুরা গ্রামে টেঁটাবিদ্ধ হন জুবায়ের। গ্রামটির কামাল মেম্বারের পক্ষের লোকজন দুই দলে ভাগ হয়ে কথা–কাটাকাটির জের ধরে টেঁটা নিয়ে নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে পড়েন। পরে টেঁটাবিদ্ধ জুবায়েরকে ওই রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। টেঁটাবিদ্ধ হওয়ার এক দিন পর আজ বিকেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে কামাল মেম্বারের মুঠোফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও ফোন বন্ধ থাকায় তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

নরসিংদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান জানান, তুচ্ছ ঘটনায় কামাল মেম্বারে লোকজন নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে পড়েছিলেন। ওই সময় টেঁটাবিদ্ধ জুবায়ের আহমেদ আজ বিকেলে মারা গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেলা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন