চুরির চেষ্টার অভিযোগে দুই নারীর চুল কেটে দেওয়ার ঘটনায় পুলিশের মামলা
ঢাকার সাভারে গরু চুরির চেষ্টার অভিযোগে আটকের পর দুই নারীর মাথার চুল কেটে দেওয়ার ঘটনায় পুলিশ মামলা করেছে। রোববার সাভার মডেল থানায় মামলাটি করেন বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আবদুল কুদ্দুস।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকায় হাবিবুল্লাহ নামের এক ব্যক্তির গরু চুরির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেন এলাকাবাসী। তাঁদের মধ্যে দুজন ছিলেন নারী। পরে তাঁদের মারধর করা হয়। মারধরের সময় আটক দুই নারীর মাথার অধিকাংশ চুল কেটে দেওয়ার অভিযোগ ওঠে। পরে আহত দুই নারীসহ চারজনকে স্থানীয় ব্যক্তিরা উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ সময় কৌশলে পুরুষ দুজন পালিয়ে গেলেও নারী দুজনকে আটক করে পুলিশ। পরে শনিবার দিবাগত রাতে হাবিবুল্লাহ নামের ওই ব্যক্তি চারজনকে আসামি করে সাভার মডেল থানায় একটি মামলা করেন।
আজ রোববার সকালে দুই নারীর চুল কেটে দেওয়ার অভিযোগে বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল কুদ্দুস ওই এলাকার এক ব্যক্তির নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও চার–পাঁচজনকে আসামি করে অপর একটি মামলা করেন। তবে আসামিদের গ্রেপ্তারের স্বার্থে তিনি তাঁদের নাম প্রকাশ করেননি।
আবদুল কুদ্দুস প্রথম আলোকে বলেন, ‘গরু চুরির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ওই দুই নারীকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে স্থানীয় ব্যক্তিদের হাতে আটকের পর তাঁদের চুল কেটে দেওয়ার বিষয়টি খুবই খারাপ হয়েছে। তাই এ ঘটনায়ও মামলা হয়েছে। আমরা আসামিদের গ্রেপ্তারে কাজ করছি।’