চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত
চুয়াডাঙ্গা শহরে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী আবদুল কুদ্দুস (৪৬) নামে একজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে শহরের সিঅ্যান্ডবি পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আবদুল কুদ্দুস একই পাড়ার মৃত আজিম উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, আবদুল কুদ্দুস বাইসাইকেল চালিয়ে বাড়ির সামনের রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দামুড়হুদা থেকে চুয়াডাঙ্গা শহর অভিমুখে যাওয়া একটি কলাবোঝাই ট্রাক তাঁকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা আবদুল কুদ্দুসকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।