ক্যাভার্ড ভ্যানের চাপায় বাবার সামনে ছেলের মৃত্যু
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় কাভার্ড ভ্যানের চাপায় কিশোর ছেলের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ছেলেটির বাবা। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার সকালে উপজেলার পাথিলা কৃষি খামারের নারকেল বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ছেলেটির নাম মানিক হোসেন (১৩)। আহত তার বাবা হলেন বাবুল সরদার (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে বাবুল সরদার তাঁর কিশোর ছেলেকে নিয়ে পাখি ভ্যানে চড়ে (ব্যাটারিচালিত ভ্যান) জীবননগর হাটে যাচ্ছিলেন। ভ্যানটি সকাল সাড়ে সাতটার দিকে পাথিলা কৃষি খামারের নারকেল বাগানের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান সেটিকে ধাক্কা দেয়। এতে পাখি ভ্যান থেকে ছিটকে পরে ঘটনাস্থলেই মারা যায় মানিক। আর তার বাবা বাবুল সরদার গুরুতর আহত হন। স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় বাবুলকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেন। অবস্থার অবনতি হলে তাঁকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
দুর্ঘটনায় কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।