চেয়ারম্যান প্রার্থী যুক্তরাজ্যে, প্রচার মুঠোফোনে
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আলী আহমেদ মুসা বসবাস করছেন যুক্তরাজ্যে। সেখান থেকে তিনি মুঠোফোনে এলাকায় যোগাযোগ রক্ষা ও প্রচারণা চালাচ্ছেন। পাশাপাশি তাঁর পক্ষে নির্বাচনী প্রচারণা অংশ নিচ্ছেন দলীয় লোকজন। এভাবেই এই ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থীর প্রচারণা চলছে।
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নে ২৮ নভেম্বর তৃতীয় ধাপে অনুষ্ঠেয় নির্বাচনে সবচেয়ে বেশি আলোচনায় কুর্শি ইউনিয়ন। এ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন তিনজন যুক্তরাজ্যপ্রবাসী। তাঁদের মধ্য থেকে মনোনয়ন পান আলী আহমেদ। মনোনয়নপত্র জমা দেওয়ার আগমুহূর্তে তিনি দেশে আসেন এবং আওয়ামী লীগ থেকে মনোনয়ন পান। ১ নভেম্বর মনোনয়নপত্র জমা দিয়েই তিনি যুক্তরাজ্যে চলে যান। এদিকে নির্বাচনের সময় ঘনিয়ে এলেও প্রার্থী এলাকায় নেই। তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থীসহ ছয়জন। অন্যরা প্রচারণা চালালেও আলী আহমেদ যুক্তরাজ্য থেকে মুঠোফোনে ভোটারদের সঙ্গে কথা বলছেন এবং প্রচারণা চালাচ্ছেন।
মঙ্গলবার বিকেলে কুর্শি ইউনিয়নের বাংলাবাজার ও দুর্লভপুর গ্রামে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে প্রচারণায় নেতৃত্ব দিতে দেখা যায় নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ওরফে হেলালকে। তাঁদের প্রার্থী এলাকায় নেই কেন, জানতে চাইলে এই আওয়ামী লীগ নেতা বলেন, আলী আহমেদ ব্যক্তিগত কাজে যুক্তরাজ্য আছেন। তবে তিনি সেখান থেকে তাঁদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ রক্ষা করছেন। তিনি আশাবাদী নির্বাচনের আগেই প্রার্থী দেশে আসবেন।
এলাকার ভোটার তাহের মিয়া বলেন, তাঁদের কুর্শি ইউপির এবারের নির্বাচনে সাত প্রার্থীর মধ্যে ছয়জনই যুক্তরাজ্যপ্রবাসী। বর্তমানে পাঁচজন নির্বাচনী মাঠে আছেন। তাঁরা ‘পরিযায়ী পাখি’র মতো উড়ে আসেন, আবার চলে যান। তাঁরা সমাজের জন্য কতটুকু সহায়ক হবেন, এ নিয়ে প্রশ্ন আছে।