দেয়ালজুড়ে ভিড় নেই বিজ্ঞাপনের। লাল ইটের পটভূমিতে নানা রঙে লেখা মনীষীদের বাণী। নাগরিক কোলাহল, ক্লান্ত-শ্রান্ত হয়ে চলতি পথে সে দেয়ালে চোখে পড়ে আমেরিকান কবি, সাহিত্যিক হেনরি পিটারসনের উক্তি—‘সাফল্যের পেছনে থাকে উদ্যোগ ও নিষ্ঠা।’ অথবা কবি কুসুমকুমারী দাশের—‘আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে।’
রংপুর নগরে এমন দেয়াল সরকারি টিচার্স ট্রেনিং কলেজে। শহরের পাশারিপাড়া-লালকুঠি এলাকার প্রধান সড়ক ধরে চলতে গেলে চোখে পড়ে দেয়ালটি। স্টিলের ফ্রেমে মনীষীদের বাণী লিখে সাঁটানো হয়েছে সেখানে। তাতে লেখা দেশি-বিদেশি বরেণ্য ব্যক্তিদের শিক্ষণীয় বাণী।
টিচার্স ট্রেনিং কলেজের প্রবেশপথের দুই দিকের সীমানাপ্রাচীরের মধ্যে বরেণ্য ব্যক্তিদের নানা ধরনের বাণী–সংবলিত লেখা শোভাবর্ধন করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য বরেণ্য ব্যক্তি হলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সক্রেটিস, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, হেনরি পিটারসন, এ পি জে আবদুল কালাম, কুসুমকুমারী দাশ, অস্কার ওয়াইল্ড, সুনীল গঙ্গোপাধ্যায় প্রমুখ।
এ পি জে আবদুল কালামের অনেকগুলো বাণীর মধ্যে একটি বাণী হলো, ‘একটি ভালো বই এক শ বন্ধুর সমান, কিন্তু একজন ভালো বন্ধু পুরো একটি লাইব্রেরির সমান।’ সক্রেটিসের বাণী স্থান পেয়েছে, ‘অন্যায় করে লজ্জিত না হওয়া আর একটি অন্যায়।’ এ ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অমর বাণী, ‘মনে রাখবা, সরকারি কর্মচারীরা জনগণের সেবক।’
টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ অধ্যাপক আমজাদ হোসেন প্রথম আলোকে বললেন, স্টিলের ফ্রেম করে বরেণ্য ব্যক্তির অমর বাণীগুলো সাঁটানো হয়েছে। আরও নান্দনিক করার জন্য চিন্তাভাবনা করা হচ্ছে। এসব লেখার সামনে ফুলের গাছাও লাগানো হবে। এতে খুব সহজেই তা পথচারীদের দৃষ্টি আকর্ষণ করবে।