ছাত্রলীগ নেতা হত্যার প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন, বিক্ষোভ

সন্ত্রাসী হামলায় ছাত্রলীগ নেতা নিহতের প্রতিবাদে মানববন্ধন করেন পটুয়াখালী জেলা ছাত্রলীগের নেতা–কর্মীরা। রোববার সকালে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে
ছবি: প্রথম আলো

পটুয়াখালীর কলাপাড়ায় ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম (২২) হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে জেলা ছাত্রলীগ। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে জেলা ছাত্রলীগের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। বক্তারা রাকিবুল হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

রাকিবুল উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়ন শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। গত ২৮ জুলাই রাতে সন্ত্রাসী হামলার শিকার হন। চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট ঢাকার একটি হাসপাতালে মারা যান। হামলায় রাকিবুলের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়।

এ ঘটনার প্রতিবাদে আয়োজিত ওই মানববন্ধনে বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাসান সিকদার, সাবেক সহসভাপতি আল-আমিন সিকদার, বেল্লাল হোসেন, হৃদয় আশীষ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজুল হক, সদর উপজেলা শাখার সভাপতি জাহিদুল ইসলাম প্রমুখ। এর আগে জেলা ছাত্রলীগের নেতারা প্রেসক্লাবের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন।

গত ২৮ জুলাই রাত সাড়ে নয়টার দিকে রাকিবুল ইউনিয়নের তেগাছিয়া বাজার থেকে বাড়িতে ফেরার পথে আজিমুদ্দিন গ্রামে জলকপাট এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হন। সন্ত্রাসীরা রাকিবুলকে কুপিয়ে জখম করে ফেলে চলে যায়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ওই রাতেই উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

হামলার ঘটনার পরদিনই রাকিবুলের মা রাহিমা বেগম বাদী হয়ে কলাপাড়া থানায় ১৭ জনের নাম উল্লেখ করে মামলা করেন। এতে মিঠাগঞ্জ ইউনিয়ন শাখা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলামকে প্রধান আসামি করা হয়। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে কেন্দ্রীয় ছাত্রলীগ তরিকুল ইসলামকে সংগঠন থেকে বহিষ্কার করেছে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনার মূল পরিকল্পনাকারী রুবেল সিকদারসহ চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান আসামিসহ অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।