মেয়েটির বাবা প্রথম আলোকে বলেন, ‘আমরা গরিব মানুষ। মেয়েকে বিয়ে করার কথা বলে ওই তরুণ তার সঙ্গে মেলামেশা করেছে। এসব বিষয়ে আমরা কিছুই জানতাম না। ১৪ তারিখে তাকে পুনরায় ধর্ষণ করলে সে আমাদের জানায়। তাই বিচার পেতে আইনের দ্বারস্থ হয়েছি।’

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন বলেন, ধর্ষণের অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।