শাহজাহান আলী বলছিলেন, ছেলে-মেয়েকে হারানোর পর তাঁর স্ত্রী খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছেন। সারাক্ষণ ছেলে-মেয়েদের পোশাক নিয়ে বুক চাপড়ে বিলাপ করছেন। কাঁদতে কাঁদতে এই বাবা বলেন, ‘আমরা আর কী জন্য বাঁচব? আমাদের দুই নয়নের মণি আমাদের ছেড়ে চলে গেছে। আমাদের আর বেঁচে লাভ কী?’
কলেজশিক্ষকের জানাজা সম্পন্ন
গতকালের সড়ক দুর্ঘটনায় নিহত সাতজনের একজন ছিলেন নাটোরের নবাব সিরাজ–উদ্–দৌলা সরকারি কলেজের (এনএস কলেজ) দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মশিউর রহমান। গতকাল রাত আটটার দিকে পুলিশের পক্ষ থেকে তাঁর মৃতদেহ স্বজন ও সহকর্মীদের কাছে হস্তান্তর করা হয়। সহকর্মীরা তাঁর লাশ রাত সাড়ে আটটার দিকে কলেজ চত্বরে নিয়ে যান। সেখানে জানাজা শেষে তাঁর মৃতদেহ রাজশাহী মেডিকেল কলেজের হিমাগারে রাখা হয়। আজ রোববার তাঁকে চাঁপাইনবাবগঞ্জে তাঁর বাড়িতে দাফন করা হবে।
এনএস কলেজের প্রভাষক সেলিম রেজা বলেন, মশিউর রহমান ২৪ বিসিএসের (শিক্ষা) ক্যাডার ছিলেন। তিনি ২০১৪ সাল থেকে এনএস কলেজে কর্মরত ছিলেন।