জমি নিয়ে বিরোধের জেরে ভাগনের বিরুদ্ধে মামাকে হত্যার অভিযোগ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে ভাগ্নের ছুরিকাঘাতে মাদ্রাসা শিক্ষক মামা নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার পোড়াবাড়িয়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আফজাল ওরফে আবু রায়হান (৩২)। তিনি পোড়াবাড়িয়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে এবং পোড়াবাড়িয়া দাখিল মাদ্রাসার ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক ছিলেন। ঘটনার পর থেকে ভাগনে মহসিন মিয়া (১৮) পলাতক। মহসিন কিশোরগঞ্জ সদর উপজেলার বড়পুল এলাকার শাহাবুদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহসিন তাঁর মাকে নিয়ে মামার বাড়িতে থাকতেন। জমি নিয়ে মামার সঙ্গে তাঁর বিরোধ চলছিল। গতকাল বিকেলে কথা-কাটাকাটির একপর্যায়ে ভাগনে মহসিন মামা আফজালকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (তদন্ত) নাহিদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মহসিনকে গ্রেপ্তার করার জন্য পুলিশ চেষ্টা অব্যাহত রয়েছে।